নাইরে এখন ঈদের খুশি
ছোট্ট বেলার মতন।
বাবার সাথে পুকুর ঘাটে
করতে যেতাম গোসল।
হরেক রকম সুগন্ধী
আসতো নাকে ভেসে
সবাই যখন নতুন সাবান
মাখতো গায়ে ঘষে।
কার আগে কে করবো গোসল
ঈদগাহে কে যাবো?
কত টাকা এবার ঈদে
ঈদসেলামী পাবো?
নামাজ শেষে মিষ্টি-মিঠাই
আর খেলনা কিনে
সারাটা দিন কাটতো যেন
নাওয়া-খাওয়া বিনে।
নাইরে এখন গাঁয়ের পুকুর
করবো গোসল কোথা?
গোসলখানার বদ্ধ ঘরে
গোসল করে খোকা।
ঈদের মাঠে মিষ্টি-মিঠাই
যায়না এখন দেখা
ঘরে আছে মস্ত ফ্রিজ
আছে সবই রাখা।
খেলনা দিয়ে হবে কিরে
চাইনা নিতে মন
সবই আছে শোকেচ ভরা
নেইতো প্রয়োজন।
বাইরে যাবে খেলতে খোকা
মায়ের নিষেধ আছে।
ধুলাবালি মাখলে গায়ে
মানুষ কি আর বাঁচে?
ঘরেই আছে স্মার্ট টিভি
অনেক দামী ফোন
কার্টুন দেখ, গেম খেলো
তাতেই বসাও মন।
যুগের সাথে তাল মেলানো
খুবই প্রয়োজন
যদিও হয় দিতে মনের
খুশি বিসর্জন।
১৩/০৫/২০২১ রাত ২:৫০।