আমি বীর বাঙ্গালীর সন্তান-
একচ্ছত্র অধিকার কেবল আমার,
এই দেশ ও দশের প্রতি।
হোকনা কারো ভাল, আবার
হোকনা কারো ভীষণ ক্ষতি।
আমি বীর বাঙ্গালীর সন্তান-
একচ্ছত্র অধিকার কেবল আমার,
চাকরি-বাকরি বা ব্যবসায়।
হোকনা সততার সাথে, আবার
হোকনা ভীষণ কোন অন্যায়।
আমি বীর বাঙ্গালীর সন্তান-
একচ্ছত্র অধিকার কেবল আমার,
ছিন্তাই, হত্যা বা রাহাজানি।
হোকনা হলে মন্দ, আবার
হোকনা কোন জ্ঞানী-গুণী।
আমি বীর বাঙ্গালীর সন্তান-
একচ্ছত্র অধিকার কেবল আমার,
সুদ, ঘুষ অথবা দুর্নীতি।
হোকনা সেটা বেআইনি, আবার
হোকনা পাপে, কিসের ভীতি?
আমি বীর বাঙ্গালীর সন্তান-
একচ্ছত্র অধিকার কেবল আমার,
কালোবাজার বা টেন্ডারবাজি।
হোকনা হলে গোলাগুলি, আবার
হোকনা হলে বোমাবাজি।
আমি বীর বাঙ্গালীর সন্তান-
একচ্ছত্র অধিকার কেবল আমার,
শিশু, নারী পাচার-ধর্ষণ।
হোকনা কারো সন্তান, আবার
হোকনা কারো মা-বোন।
রসাতলে গেলে যাবে দেশ,
যাকনা দেশের মান।
আছে আমার সব অধিকার,
আমি বীর বাঙ্গালীর সন্তান।
১৫/০৩/২০১৭, দুপুর ২:৩০মিঃ