কি অপরুপ, কি অপরুপ, আলো-ছায়ার খেলা
দুর আকাশে ভেসে বেড়ায়, কালো মেঘের ভেলা
মাঝে মাঝে সুয্যি মামা মুসকি করে হাসে
হঠাৎ আবার ঐ আকাশটা কান্নার জলে ভাসে।
ওহ! কি ভ্যাবসা গরম, ভাল্লেগেনা কিছুই
একটু শীতল হাওয়া পেতে করছি কতকিছুই
হঠাৎ করে গুড়গুড়িয়ে গগন ডেকে ওঠে
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, ফুলের কুঁড়ি ফোঁটে।
মাঝে মাঝে ভর দুপুরে সন্ধে হয়ে আসে
শিশু, কিশোর, বৃদ্ধরা সব ঠান্ডা জ্বরে কাশে
আলো-ছায়ার এমন খেলা যায়না কভু বোঝা
এমন খেলায় কারো খুশি কারো আবার সাঁজা।