এখানে ভালোবাসা ছিল
কোন এক কালে
টোল পড়া তার গালে
হাসির বাজে,নব যৌবনে
রক্তে হিল্লোল
বুক টান টান
বক্ষে আমার মৃত্যু সোপান।
সেখানে যাওয়ার অধিকার
একান্তই আমার
যাওয়া হয় নি কভু
সময়ের ক্লান্ত অবসানে।
মায়া ছিল ধুসর-পাঁজরে
বিমর্ষ ভালোবাসায়
দুজনে স্বপ্নের সময়ে
ঠোঁটে মাখা চুম্বন,
আনন্দ ঘন ক্ষণ
ভালোবাসার পাহাড়
ক্ষয়ে গেছে কবে।