আগেকার দিন তার
মুখ ভরা ছিল সুখ,
অতীত কি ফুটে তার
মলিন এই মুখে আর,
বিস্ময় বেদনার সুরে।


ধূসর মুখের,মলিন দেয়াল
চারপাশে ছাইচাপা,
কষ্টের রেখা টা
মেহেদি রংবেরং আজ রাঙ্গালে।


সেদিনের মায়া মুখ
সময়ের অনলে পুড়ে বুক,
বিধিশাস্ত্র আলো আজ,নিভে গেলো ক্ষণিকে,
রক্তের কারুকার্য,হৃদয়ের গহিনে
মন তাই ছুটছে কোন এক অতীতে।

সুখের নাও এসেছে আজ
তীরে তরী হয়ে-
তাদের হৃদয় ঘরে
দুঃখ বিলাপ শুনতে,
বলো কেউ কি কাছে টানে?

দুঃখ আমার একার শুধু
সুখ টা তোমার হোক
পরপারে থাকব আমি উদার দলের লোক,
ভয় পেয় না,তোমার নামে করবো না'ক নালিশ বিচার,
আমার ঘরে আমি আছি-
আমার বেলায় সময় টা আজ,
বড্ড স্বার্থপর ।