বাংলার বুকে রক্ত
মানচিত্রে শকুনের হাতছানি
সহোদর আজ খুনি,
তার কেমন ব্যবহার,
সে স্ব জাতির সাথে হিংস্র,
বর্বর,পৈশাচিক,নৃশংস!

জাতির হাতে আজ রক্ত
ধূর্ত এ জাতি,
স্ব জাতির বুকে করে গুলি-
রক্তের নেশায় মাতাল
ক্ষণে ক্ষণে চুপ তালবেতাল,
অভিনয়ে এ জাতি অতি সুদক্ষ।

হায়! এ কেমন জাতি দেখি
লজ্জায় মাথা নোয়াতে হয়
যে জাতি রে নিয়ে গর্ব হত,
কথার মালায়,মনের আয়নায়।

রক্ষক হবে ভাই আমার
মা,বোনের এই আশা ছিল বুকে;
কিন্তু - হায়!
সে ছিল ভুখা,আমারই রক্তের আশায়!
তার হাতে গ্রেনেড,ছুরি,
বোনের সামনে মা' কে ধর্ষণ,
বোনের ধর্ষিতা আজ ভাই;
মা; বোনের ইজ্জত কুল খানি।

আমিও যে এ জাতির ই একজন
এই পরিচয় কি করে বল দেই?
স্বজাতি আমারই ভাই,বোনেরা
এ কি রূপ দেখি!
লোভে পড়ে ভাঙছে শির দাড়া
এটাই কি আমার সেই দুর্বার,
রক্তে তীব্র আগুন,প্রতিবাদী জাতি?

অন্যায়ের কাছে কভু করেনি মাথা নত
আজ তবে হায় কেন এমন রূপ তার,
কোথায় ধরেছে ঘুণ পোকা;
সামনে আনো,ক্ষত মূল
সবাই উপড়ে ফেলি।