আমার স্বাধীনতা মানে
বুকে সস্তা বুলেট,
আমার স্বাধীনতা মানে-
ভাইয়ের রক্ত মাখা শার্ট,
স্বাধীনতা মানে,
বন্ধুর কাঁধে বন্ধুর ভারি দেহ;
বাবার চোখের,
কিশোরের ক্ষত বিক্ষত লাশ।
স্বাধীনতা মানে
নলের মাথায় জিম্মি জাতীর জ্বিভ;
স্বাধীনতা মানে মাথা তুলতে ই,
রাজাকার তকমায় শূন্য জাতী র ভীত!
স্বাধীনতা মানে,প্রাচ্যের অক্সফোর্টে
শত ধর্ষিতা বোনের আহাজারি,
ছেলের সামনে মা হন,
এক ঘন ধর্ষিতা নারী;
স্বাধীনতা মানে,
লালমনির হাট কলেজ রুমে
বিবস্থ,নির্যাতিত শিক্ষার্থী,
বেছে নেয় আত্ম-হনন
এটাই কি চেয়েছে স্বাধীন এ জাতী?
স্বাধীনতা মানে,বাড়ীর ছাদে
কোমল শিশুর বুক ছিড়ে নেয় গুলি,
ছোট্ট ছেলে দেখতে গিয়ে
স্বাধীনতার রুপ,
চোখের ভেতর বুলেট ডুকে,
মাথা ছিড়ে,মৃত্যুতে পায় সুখ।
স্বাধীনতা মানে ফ্রেবুয়ারী নয়'
শোকার্ত জুলাই,
স্বাধীনতা মানে ৫২' নয়,কলঙ্ক ২৪,
স্বাধীনতা মানে,বিজয় আসেনি একাত্তরে ;
এসেছে এই দেশের বুকে বর্বর ২৪।
স্বাধীনতা মানে,গোটা এই দেশে
আয়না ঘরে বন্দীদশা,
স্বাধীনতা মানে,তাজা রক্তের হলি;
যখন খুশি ইচ্ছে মতো-
বুকে চালায় গুলি।