জীবনে এমন এক পদ আছে
যা চলছে নিয়মের অগ্রে-
সে যা চায় সবই পায় প্রথমে
নিঃস্ব হয় শেষাংসে,
লোকে তারে বলে প্রেম
লোকে ই বলে জ্বালা,
সুধা কবে ছিলো তা
বলে দাও হে সবে।
এ তো কেবলই সুখের স্বপ্নে আসে
দুঃখ নামের পাহাড় নিয়ে
জীবন্ত এক ক্ষত দিয়ে
হাওয়ায় মিলায় ।
মরীচিকা দেখেছ কি কেউ
প্রেম তারই অস্তিত্বে
প্রান্তে মধুর এ প্রেম
শেষে বিপন্ন জীবন।