প্রেম সে তো শুভ্র-
স্নিগ্ধ কোমল অনুভূতি,
অতি আহ্লাদে আকুতি
মুক্ত আনন্দের পাখি।
প্রেম সে তো-
টিনের চালায় ঝরে পরা
বাদলা দিনের এক পালি বৃষ্টি,
রৌদ্র দীপ্ত মরু প্রান্তে
একটু খানি শীতল ছায়া।
ক্ষণিক বাদেই প্রেম
ঝড়-ঝঞ্ঝা র রূপ
বাজে বিষাদের সুরে,
অক্ষত দেহ তার
ক্লান্ত প্রাণহীন শব।
জগৎ জুড়ে কে কবে
সহসা নিবিড় চিত্তে
করেছে জয় প্রেম
বিষাদে না পুড়ে।