আমারে বুকে আষাঢ় এলো
কণ্ঠে অলস সুর
যে সুরে মোর ফাটল গলা
রক্ত কণা,বিষাদ বীণের বাণ।

নিল আকাশ মহল
হয়ে আসে নিসাড় নিঝুম
শুধু সুর ভাসে
বিষণ মায়ার ডাকে।

বাঁ পাশের আঙিনায়
দিন রাত্রির অবসর,
পাঁজরে! এ কিসের জিগির?
জপছে আমল,অতল বিষণ
পাঁজর দখল,সুপ্ত অনল।

আমি রক্ত মাংসের মানুষ
আমার হয় না'ক হুশ
আমি নিজেই,নিজের বক্ষে
আগলে রাখছি -
দুঃখের বনবাস।