আমার জন্মভূমি আজ রক্তে লাল
স্বাধীনতা আজ আঁস্তাকুড়, শকুনের মুখে বাংলা
অস্তিত্ব আজ ঘুম ড়ে মরে
রক্ত চোষক
দেশের রানী,
শির দাড়া করলে খাড়া
হয় সে পাগল পারা;
বসায় কামড়,ঘাড়ের উপর
ঠোঁটের কোণে হাসে বিষ দাঁত!
ক্ষণিক পরেই
বচন শোনায় কথার শেষে
নাট্য দলের পালের গোধা
রক্ত হলি হাতে মেখে,
খেলে সে আপন মনে
আজ মৃত্যুপুরী এই বাংলা
তবে-আজ চল
হে বীর, হে রণ দল!
বাজাও রণ বীণ,
চল, তূর্য হাতে রণাঙ্গনে!
সময় সে তো যাচ্ছে চলে
ক্ষণিক পরে দম পুরাবে
রক্তে আগুন জ্বলছে এখন
শোনাও -
তোমার বজ্র ধ্বনি
স্বাধীন হবে তোমার ভূমি
এখনই
সময় এসেছে তোমার
হও আগুয়ান হে নব জোয়ান
শোধিত হবে ঋণ।
জুলাই এসেছে নতুনের তরে
নতুন জাগ্রত সবার তরে
আমরা স্বাধীন জাতি
তাই লড়ি বুক চিতিয়ে,
গুলির মুখে, মৃত্যু কে নিই স্নিগ্ধ সুখে
জাতির তরে।