আলোহীন ঘর, দেয়ালে আয়না,
প্রতিফলিত হয় কত গোপন বায়না।
নিশীথ রাতে কান্নার ধ্বনি,
দেয়াল জানে সে সব গল্প শুনি।
অদৃশ্য ছায়া, হারানো মুখ,
সময় এখানে নীরব, অনুচ্চ।
আলো ঢোকে না, বাতাস থেমে,
প্রশ্ন জমে যায় কালের খামে।
কে ছিল সেখানে? কোথায় আজ?
উত্তর খোঁজে সময়ের সাজ।
দিন যায়, রাত আসে, স্মৃতি মুছে,
তবু আয়না ঘর প্রশ্ন পরোক্ষ।
একদিন সত্য হবে প্রকাশ,
ভেঙে যাবে ভয়, মুছবে রক্ত রাশ।
আয়না ঘর আর নীরব নয়,
সত্যের আলোয় উঠবে নতুন কণ্ঠস্বর জয়।

ইসমাইল হোসেন মিরাজ...