দেখেছি রাতের অন্ধকারে নারী শরীরের বর্ণ,
দেখেছি মায়ের কান্না জড়ানো শুকিয়ে হয় বিবর্ণ,
দেখেছি আমি অতৃপ্ত ছায়া রাস্তার ফুতপাতে ,
যেখানে মা তার সন্তানের দেয় বিষের পিয়ালা হাতে,
নষ্ট নারী কামুক দৃষ্টি অন্ধকারের আশ্রয় ,
হে বিধাতা নির্বাক তুমি দাওনি কেন এদের অাশ্রয়?
ভেদাভেদ করি আমি সমাজের কোন স্তরে এদের ঠাঁই!
আমার হাতের স্পর্শে কম্পিত হয় বারে বার।
নিশ্চুপ সমাজের স্তর ভাঙ্গি তব জয়গান,
ধিক্কার এই রীতি তাই অশ্লীল মুখের বাণী,
আজি তব শুনে নাও বদ্ধ এই চির ধর।
(টিটু’র কলাম)