দুইদিকে দুই পথ একই কিনারা,
দুঃখের পরেই যেন সুখের সীমানা।
আধারের মাঝেও যেমন আছে চাদেঁর জোসনা,
সূর্যের প্রখর রোদেও অাছে এক চাপা কান্না।
স্বপ্নের মাঝে আছে অালো আধারের খেলা,
দূরের কোথাও যেন হারিয়েছে এ পথের মেলা।
মনের ভেতর জড়তা যত অাছে জানি,
ভেতরের খোলা প্রান্তে অাছে তার সীমানা কি তা মানি।
একি পথে বাধা অামাদের জীবনের সকল কথা,
তারপরও কিছূ কথা যেন অাছে অন্তরালে গাঁথা।
পৃথিবীর সকল ধাধাঁ বিধাতার দান,
পুতুল হয়ে সেজেছে আমাদের এ প্রাণ।
(টিটু’র কলাম)