অনেকদিন পর একটি কবিতা লিখলাম,
ভাবনাগুলো কেমন যেন আটকে আছে,
শব্দগুলো সহজে তাই ধরা দিচ্ছে না।
অনেকদিন পর একটি কবিতা লিখলাম,
অর্থহীন বাক্য গুলো যেন পূর্ণতা হীন,
কলম স্থির যেন রিক্ত আবেদনে,
ধীর স্থির শূন্য মস্তিষ্কে।
অনেকদিন পর একটি কবিতা লিখলাম,
আবেগ গুলো জড়ো হচ্ছে ধীরে ধীরে,
আনন্দ চিন্তাগুলো ধরা দিচ্ছে স স্নেহে,
কাব্যিক মন ফিরে আসছে তীব্র বেগে,
তাইতো অনেকদিন পর একটি কবিতা লিখলাম।
                            
                            -টিটু’র কলাম

বি.দ্রষ্টব্য: দীর্ঘ ৬ বছর পর আবারো কবিতা লেখা শুরু করলাম। লিখতে গিয়ে  উপলব্ধি করলাম ভিতরে বেশ জড়তা কাজ করছে। নিজের মনন চিত্তে আবেগ গুলো , চিন্তাগুলো কেমন যেন স্থির হয়ে আছে।সবার কাছে তাই আবেদন কবিতাটি কেমন হলো জানাবেন এবং কমেন্টে উৎসাহ দিবেন।আপনাদের সবার মন্তব্য আমাকে আবার লিখতে অনুপ্রেরণা জাগাবে।