কিছু কবিতা দুমড়ে যাওয়া কাগজের মত,
কিছু কবিতা না প্রকাশের ময়লা ধুলোয় মুরোন,
কিছু কবিতা আর লিখবো না অভিমান যেন,
কিছু কবিতা কখনোই আমার না,
কিছু কবিতা মূল্যহীন আধুনিক রীতিতে,
কিছু কবিতা সাক্ষী যেন কোন কবির প্রতিভার হারিয়ে যাবার,
কিছু কবিতা অসমাপ্ত যেন চিরকাল।


দ্রষ্টব্যঃসম্মানিত কবিগণ ”কবিতার আড়ালে” নামে লেখা আমার এ ক্ষুদ্র পদ্যমালাটি পিছনে আমার কিছূ উপলব্ধি কাজ করেছে।একজন কবি কিংবা লেখক যখন তার লেখাটি লিখতে বসেন তখন সে তার সবটুকু ভালবাসা সেই লেখায় বিলিয়ে দেন।তার লেখার পিছনে কাজ করে কিছু ভাললাগা,কিছু অভিমান আবার হয়তবা না বলা কষ্ট।চোখের অন্তরালে রয়ে যাওয়া সেই সব না বলা অনুভূতি প্রকাশের কিংবা তুলে ধরার  জন্যই আমার এ ক্ষুদ্র প্রয়াস।এখানে আমার চেয়েও অনেক বুজবান কবি আছেন, আসা করি সবার এ কবিতাটি ভাল লাগবে।ধন্যবাদ
                          (টিটু’র কলাম)