এসো হে ব্যস্ত নগরী,
মানুষের ভিড়ে তোমায় পাওয়া যে বড্ড ভাঁড়।
জঞ্জাল স্তূপ হয়ে পরে থাকা এ শহরে,
নেইকো ভালোবাসা শুধু যেন বিষন্ন সম্ভার,
আছে শুধু ছুটে চলার তীব্রতা উদ্ধত ক্লান্ত হীন হয়ে,
তপ্ত গরমে ফুটপাতে বসে থাকা মায়ের কোলে শিশু,
শান্ত কংক্রিট হৃদয়ে মানবতা হীন দৃষ্টি,
এসো হে ব্যস্ত নগরী এসো তব ফিরি,
এসো তব ফিরি তোমার মিথ্যারূপভেদী।
সংঘাত দুঃখ ক্লিষ্ট দরিদ্রতা এ যেন নগরীর এক তীব্র রূপ,
অসংলগ্ন চাটুকারিতায় আর দুর্নীতির স্তূপ,
হে ব্যস্ত নগরী, তুমি ফিরে এসো তেমনি করে,
যেমনি মায়ের কোলে নবজাতকের দীপ্তিময় হাসি।
টিটু’র কলাম....