এই জীবনে এমনি এমনি হয়ে যায় বহু কথা শোনা,
মনের অজান্তে দাগ কেটে যায়, হয় না তাদের গোনা৷
সুখ অথবা দুঃখে, চিরকাল কারো যায় না সমান ভাবে,
আঘাতের ফল বেশি না-হোক, অল্প হলেও পাবে৷
গায়ের জোরে সকল কিছুই হয় না ধরায় অর্জন,
খারাপ স্বভাব, অতি দ্রুত করতেই হবে বর্জন৷
পৃথিবীর পথে হাঁটছি কীআর সাবাই একই ছন্দে?
আঁকড়ে ধরে চারিপাশ হতে নানান রকম মন্দে৷
গোপন ব্যথায় হৃদয় পুড়ে ছাই, যায় না কাউকে বলা,
অজানার মোহে অসীমের দিকে সসীমের ছুটে চলা!
তৈল ও জলে হয় না কভু মিলন, আমাদের তা জানা,
তবু ভালো ও মন্দ এক করে দিই, সেজে জগৎকানা৷
পাহাড়ের চে' উচ্চ হয়ে আসে অনেক বাধা, সত্যপথে,
লাভ দেখলে ঠিক থাকে না হুঁশ; চড়ে পাপের রথে৷
আলোর খোঁজে অন্ধকারে হারিয়ে যায় চঞ্চল-প্রাণ,
দাঁড়ায় না তাই উঁচু করে শির, ভীরুদের নেই ত্রাণ৷
রচনাকাল— ০৭-১২-২০২১ খ্রিষ্টাব্দ৷