যে-দেশের টপ-টু৬বটাম সর্বত্র দুর্নীতি,
মন্দকাজে অধিকাংশ লোকের প্রীতি!
শাসকরা থাকেন শোষকের ভূমিকায়,
দায়িত্ববানেরা ডান রেখে চলেন বাঁ'য়!
যাদের হৃদয়ে নেই দেশের প্রতি প্রেম,
কর্মে শত অকল্যাণ, মুখে বড়ই শ্যাম!
মিথ্যাকে সত্য বলা এখানে ট্রেডিশন,
পরের সম্পদ কব্জায় নিতে মনে পণ!
চামচামি আর তৈল মারা নব-সভ্যতা,
প্রভাবশালীর বিরুদ্ধে চলবে না কথা!
উন্নয়নের ডিজিটাল-রূপ তা কল্পনায়,
প্রকল্পের নামে শুধু হরিলুট দেখা যায়!
সকল প্রকার অপরাধ দমনে আছে আইন,
নেই প্রয়োগ, ঘুষ দিলে সব হয়ে যায় ফাইন!
রক্ষক সাজেন ভক্ষক, সততা নাই,
চিন্তায় আছে কারে মেরে কে খাই!
ধর্মের নামে চলে— নানান প্রহসন,
ভণ্ডামিতে পাকা হুজুর ও ব্রাহ্মণ৷
দলে-উপদলে বিভক্ত মানুষ,
মানবতা নেই, স্বার্থে বেহুঁশ৷
রচনাকাল— ০৮/০৯/২০২১ ইং