পূর্বাকাশে ঝলসে রবি, ছড়িয়ে দিলো আলো,
মাতাল বায়ু ছুটছে দূরে তাড়িয়ে নিয়ে কালো;
হাজার কলি ফোটলো বাগে,
নূতন কুঁড়ি— জাগলো রাগে,
বসন্ত যে আসলো দ্বারে, কূজন লাগে ভালো৷
অস্তরবি,— রাত হয়েছে, চাঁদ ওঠেছে হেসে,
চাঁদ ও তারা আকাশ, নদে উভয়খানে ভেসে;
রসিক জনে বাজায় বাঁশি,
গভীর ঘুমে— ক্লান্তচাষি,
মিলন মোহে রূপকুমারী বালিশ কোলে ঘেঁষে৷
বসন্ত যে ঋতুর রাজা, হৃদয়ে দেয় দোলা,
রূপ-নগরে হারিয়ে যাই হয়ে আত্মভোলা৷
রচনাকাল— ১১,০৩,২০২১ ঈসায়ী