আমি গাই সমতার গান—
সব প্রজা, খোদার রাজ্যে;
কেউ নয় এথা গরীয়ান ৷
তবে কেনো এ তফাত এতো,
মানবতা হয় ক্ষীয়মাণ!
আমি গাই সমতার গান—
ভেদ নেই মানুষ মানুষে,
মানুষেতে নেই ব্যবধান ৷
আমরা যে সব একপিতা,
একমাতা —এর সন্তান ৷
আমি এসেছি গাইতে সমতার গান—
নাশ করে দেবো যতো ভেদকারী প্রাণ,
নীরব করবো মৌলবাদীর কণ্ঠের তান,
এলুম করতে সাম্রাজ্যবাদের অবসান,
আমি দেখি এই মহাবিশ্বতে সবারে সমান ৷
আমি গাই সমতার গান—
ধনী-গরিব, চাকর-মালিক,
অধিকার যে বাঁচতে সমান ৷
রচনাকাল— ২০১৮ ইং