অজ্ঞতার অন্ধকার ভেদ করে, হতাশ অন্তরে পৌঁছায় না আলো,
নির্জন বন্দরে বাসা বাঁধে রাজ্যের শোক, চরিত্র থাকে না ভালো৷
চোরের সাথে গড়ে ওঠে চোরের সম্পর্ক, ধর্ম ও বিবেক হারায়,
অভিমানে ও ক্ষোভে, অসভ্য-ভাষার বিকাশে চিত্তটাকে নাড়ায়৷
লক্ষ্মীপ্যাঁচার মত ঘাড় বাঁকিয়ে সত্যের বীপরিত দুঃখের রোদন,
কাটুক সময় শরাব, মৈথুন, আত্মপ্রহসনে, চাই না সাধন, শোধন৷
পাওয়া, না-পাওয়ার হিসাব কষে, ঘৃণার স্বর্গতে প্রাসাদ নির্মাণ,
আকাশ সম শূন্যতা নিয়ে, অমানুষের কর্মে পোক্ত হওয়া এ প্রাণ৷
স্বার্গের দ্বারে, নরকের উল্লাস, শয়তানের পদে-ই নুইয়ে দিই মাথা—
গোপনে পাপের সকল স্তর অতিক্রম করে প্রকাশ্যে গাই পুণ্যগাথা৷
রচনাকাল— ০৪/০৪/২০২২ খ্রিষ্টাব্দ৷