কামের মায়ায় জগৎ সাজায়
নানান রকম সৌরভে,
সুখের জীবন গড়ার তাগিদ
রসের স্খলন গৌরবে৷
হৃদয়-সাগার, প্রেমের নগর
শরীর নাচায় যৌবনে,
মিলন আশায়, শরম ভাসায়
সাথীর খোঁজন মৌবনে৷
জলের ফোঁটায়, নতুন সৃজন
সময় বাড়ায় ভৈষজে,
গোপন-তনুর ছোঁয়ায় দাঁড়ায়
সাধের-নাগর শৈলজে৷
রচনাকাল— ১৪/০৯/২০২১ ইং