চলে যাবে, যাও ও-বন্ধু, বাঁধব না আর মনোডোরে;
চোখে ছিল নানান স্বপন, থাক পড়ে থাক তব দোরে৷
দূর্বাঘাসের মাঠ পেরিয়ে—
দখিন মলয় যাক হারিয়ে৷
তারার দেশে স্বর্গ-দোলায় হাজার ফুলের পরশ চেয়ে,
আমি না হয় ধূলির ভেতর সুখের বাসর আনব গেয়ে৷
শিশির-ভেজা চাঁদের আলোয় রূপ-কুমারীর-হাসি,
হুতুম-প্যাঁচা খুঁজবে শিকার, ইঁদুর বাজাক বাঁশি৷
চলে যাবে, যাও ও-বন্ধু, দাঁড়াব না পথে;
ফিরে এলে আবার কিন্তু চড়াব না রথে৷
রচনাকাল:— ২৭-১২-২০২১ খ্রিষ্টাব্দ৷