দিদি আমি তোমাদের রাজনীতি বুঝি না,
দেশটাকে লুটে খাও কভু সেটা খুঁজি না!
অসহায় জনগণে কাঁদে শোকে শুনো না,
দ্বারে বুঝি দিলে তালা, ডাকলেও খুলো না!
দিদি আমি দেশটাতে স্বাধীনতা পাই না,
ফাঁকাবুলি ছুঁড়ে দাও, কাছে যেতে চাই না!
বিরোধিতা করে যারা প্রাণ দেহে থাকে না,
ভয়ে ভয়ে কাটে দিন, বুকে বল রাখে না ৷
দিদি আমি তোমাদের দলে যেতে পারি না,
দ্বীনহারা মানুষের কোনো কিছু নাড়ি না ৷
পাগলের কারখানা গড়ে আছো ভাবো না,
সততার মাথা খেয়ে ক্ষমতাটা ছাড়ো না ৷
দিদি আমি দেখে যাই তোমাদের ছলনা,
শয়তানে হার মানে, তুমি সেই ললনা!
কাঁটা দিয়ে কাঁটা তুলো কেউ মুখ খুলে না,
জেনেশুনে চুপ সবে, ব্যথা তার ভুলে না ৷
রচনাকাল— ০৮-১২-২০২১ খ্রিষ্টাব্দ৷