আল্লাহর বাণী— "কুরআনুল-কারিম"
সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি-গ্রন্থ,
বিশ্বাসীদের দেখায় যা, সঠিক-পন্থ;
মুমিনের প্রতি প্রভুর দয়া অপরিসীম৷
কুরআন নয় সৃষ্টি, না মানব রচিত কিছু,
রয়েছে তাতে সকল বিষয়েরই সমাধান,
আমরা নই জ্ঞানী, না বুঝে হয়েছি নীচু;
জীবনটা অন্ধকারে ঢাকা, খুঁজছি ত্রাণ৷
কুরআনের শত্রুরা যুগে যুগে হয়েছে ধ্বংস,
আজও যারা করবে শত্রুতা, হবে নির্বংশ৷
রচনাকাল— ১৫-১০-২০২১ ইং