এলো শীত হিম হিম, লাগে খুব ঠাণ্ডা,
চায়নাতে বাস করে বাঁশ খেয়ে পাণ্ডা৷
খাই আমি প্রতিদিন ভাবী দেয় আণ্ডা,
ভাবি বসে অবিরাম কারে দেই ডাণ্ডা৷
ফুলগুলো অভিরাম, ঘ্রাণ তার মিষ্টি,
শীত এলো ঝরে তাই শিশিরের বৃষ্টি৷
ফুলকপি, বাঁধাকপি কেড়ে নেয় দৃষ্টি,
কাঁচাকফি পান করে দেখি শত সৃষ্টি৷
আলু ছাড়া চলে নারে, বারমাসী সব্জি,
ওঠে চারা বীজ থেকে, ফল হয় কব্জি৷
মোর মাসি ভোর হলে এনে দেন খাদ্য,
রবি থেকে আলো পাই শুনি ওই বাদ্য৷
মন জুড়ে বিলাসিতা— নেই তার সাধ্য,
অভাবের কষাঘাত, ধোঁকা দিতে বাধ্য৷
সৎকাজে শত বাধা— সাধু রূপে ভণ্ড,
কাঁটা বাঁধা পথে খাটা, নীতি হয় পণ্ড৷
রচনাকাল— ২৮/১০/২০২১ ইং