কার্তিকের এই—
শিশির ভেজা ভোরে,
মন ছুটেছে দূরে,
স্বপ্নাকাশে ঘোরে;
জীবন-নদী চলে বজ্রসম সুরে ৷
কার্তিকের এই—
নবান্নতে মধু, গাঁয়ের যত বধূ,
সুখের গীতি তুলে;
ঘ্রাণ ছড়ানো ফুলে—
ভ্রমর এসে বসে, তৃষা মেটায় রসে ৷
কার্তিকের এই—
শাক-সবজি দেখে,
কে যায় বলো রেখে,
সুন্দর এ দেশ!
আনন্দের নেই এইখানে যে শেষ ৷
রচনাকাল— ১২/১১/২০২১ ইং