সদাচারী যুবকের ঘুম বৃদ্ধের ইবাদত,
উত্তম চরিত্র মুমিনের একমাত্র সম্বল,
পাপাচার ত্যাগ করা সর্বোত্তম জিহাদ,
পুণ্যকর্মে পাওয়া যাবে ঈমানের স্বাদ;
কল্যাণে মিলবে আপনার চিত্তে বল,
ইসলাম হলো— মানবের মুক্তির পথ ৷
রচনাকাল—০৯-০৩-২০২১