স্বাধীন হয়েছে দেশ,
আমরা স্বাধীন নই,
সত্য বলতে গেলে
প্রাণবীণ হারে কই!
কে ঘোষক, কে জনক
জমেছে দ্বন্দ্ব বেশ!
ক্ষমতায় টিকে থাকা
জনগণ হই শেষ৷
নেতাদের চাপাবাজি
নিত্য আমরা সই,
চারপাশে কোলাহল
এই তো বাংলাদেশ!
চাটুকারে ভরা দেশ
সৎ লোক থাকে দূর,
ন্যায়, নীতি উঠে গেছে
মুখে শুধু মিঠা সুর৷
রচনাকাল— ৩১/০৩/২০২২ খ্রিষ্টাব্দ৷