ধরণি আজব খেলায়—
রেখেছে মাতিয়ে,
নিজেকে বেভুলে সবাই—
ফেলেছি হারিয়ে ৷
নারীতে পুরুষ এখন—
পায় না আরাম!
সমান লিঙ্গে চলছে—
দারুণ কী কাম!
নারীরা চায় না পুরুষ—
মিশছে সমান,
খেয়েছে লজ্জা-শরম—
মিলছে প্রমাণ ৷
বিবাহে অনিহা প্রচুর—
লিভ-টুগেদার,
অচিরেই হবে বিশ্ব—
জ্বলে ছারখার ৷
রচনাকাল— ২০১৮ ঈসায়ী