যৌবনের মউবনে— শুষ্কতার ভাব,
অকারণে সেজে থাকা মনে নেই সাধ,
নিচুবক্ষ স্ফীত করে বেঁধে তাতে ডাব!
শুকালে রসের হাঁড়ি ভেঙে যায় বাঁধ,
অন্ধকার গ্রাসে এসে যেনো কালরাত,
দূরে সরে যতো আশা ভিড় ধরে ফাঁদ ৷
অশান্ত হৃদয় জুড়ে— বেদনার ঘাত,
নিঃসঙ্গ জীবনমাঝে হতাশার ঘোর,
বিতৃষ্ণার মরীচিকা স্পর্শে রিক্ত হাত!
প্রতিক্ষার তিক্ত স্বাদ বদ্ধ তার দোর,
বিশ্বভূমে বিচরণ শুধু অভিশাপ!
মৃত্যুর পরশে পাবে সূর্য ওঠা ভোর ৷
বিভ্রান্ত-যৌবন-জটে বয়সের চাপ,
কৈশোরে ক্ষয়িত ধন, কুঅভ্যাস-চোর!
কামনা যাতনা হলো মনে বড় তাপ ৷
রচনাকাল—১৮,১২,২০২০ খ্রিষ্টাব্দ৷