বঙ্গে বহমান ওহে—  কুশিয়ারা নদী!
সবুজ-শ্যামল করো দু'কূলের ভূমি ৷
রাগিলে ভাঙনে ফেলে কেড়ে নাও গদি,
গোধূলির অস্তরবি জলে ধরো তুমি ৷

প্রভাতে জাগিয়া ওঠো বক্ষে নিয়ে তারে,
সমীরে লহরী তুলে সমুদ্র সমান,
মধুরূপ জলরাশি নিত্য করো দান;
মোহের বন্ধনে রাখো কে ছিঁড়িতে পারে!

কৈশোর, যৌবন শেষে, বৃদ্ধকালে আজ,
তোমারে থাকি নি আমি ভুলে ক্ষণকাল,
অন্তরের কিস্তিতে তুলে দিয়ে পাল;
সতত মজিয়া রই নদী তোমা' মাঝ ৷

তোমার স্রোতের ধারা জুড়ায় হৃদয়,
প্রশান্তিতে হাঁটি তীরে গাহিয়া বিজয় ৷

রচনাকাল—২৬/০৭/২০২১ইং