আমি     সূর্য হতে আলোক এনে
           দেবো তোমার গা'য়,
তুমি      অবাক চোখে থাকবে চেয়ে
           আলতা পরে পা'য়৷

বায়ু      ছুটবে দূরে খবর নিয়ে
          রূপের বাহার গেয়ে,
তুমি     স্বচ্ছ জলের বিন্দু যেন
          কল্পনার এক মেয়ে৷

মনে     আকাশ সম ভালোবাসা
          উতলে ওঠে নিত্য,
বাজে    মোহন-বাঁশি কামের সুরে
          মিলন খুঁজে চিত্ত!

তুমি     হাজার ফুলে একটি গোলাপ
          ছড়িয়ে যাও ঘ্রাণ,
প্রেমে   পাগল হয়ে অনেক পুরুষ
          হারায় আপন প্রাণ৷
          
রচনাকাল— ০৫/১১/২০২১ ইং