ব্যথার বাঁধন সেতার বাজায়
আঁধার রাতের মৌনতা,
গায়ের জ্বালায় হৃদয় হারায়
গোপন চালক যৌনতা৷

সতীর আঁচল পতির মাথায়
সুখের পরশ—  মৈথুনে,
রতির খেলায় গতির বাহার
রসের জোগান জৈতুনে৷

কুমার তোমার চুমার ছোঁয়ায়
জগৎ ভরাট— শৈবালে,
সাকির সেবায় শরাব নেশায়
জীবন লুকায় বৈকালে৷

রচনাকাল— ১২/০৯/২০২১ ইং