হয়ে যায় অম্ল
আশরাফুল ইসলাম
শূন্যে ছুঁড়ে দিই পিরিতির বৃষ্টি,
হয়ে যায় অম্ল কেড়ে নেয় দৃষ্টি৷
আনমনে চেয়ে দেখি: অচেনার-বিশ্ব,
আকাশের সীমানায় ছুটে চলে নিঃস্ব৷
রক্তে লাগে ঢেউ, গায়ে নেই শক্তি,
থাকে ক্ষোভ সুপ্ত করে তবু ভক্তি৷
আমাদের জীবনের আছে যত গল্প,
সুখে-দুখে বলে যাই বাকি রয় অল্প৷
চারদিকে কোলাহল অবলার চোখে জল,
ভালোবাসা অভিনয় ছলনাতে করে জয়,
পাপে হবে শান্তি, এ-ভাবনা ভ্রান্তি৷
রচনাকাল— ০৩-১২-২০২১ খ্রিষ্টাব্দ৷