হেমন্তের হিম বায়ু
উড়ে যাও শূন্যে,
মন আর ভালো নেই
চলি নারে পুণ্যে!
শিশিরের ঝরে পড়া
পৃথিবীর পৃষ্ঠে,
সব আশা হলো নীল,
দোষ দেই দৃষ্টে!
খসখসে দেহটাতে
তৈল ডলে শান্তি,
যৌবনের কালোছায়া
ঘাড় টানে ভ্রান্তি!
কৃষকের মাঠভরা
শাক আর সব্জি,
ধান কাটা হবে শুরু
সুখ হবে কব্জি৷
হেমন্তের আগমনে
জল খুব ঠাণ্ডা,
পাপকাজে ভয় বাড়ে
খেতে হয় ডাণ্ডা৷
রচনাকাল— ২৬/১০/২০২১ ইং