(সর্বোত্তম মিল)


     মুখে মধু অন্তরে বিষ, বাঙালিদের চরিত্র!
জগৎমাঝে সবার নিচে, গল্পে আমরা পবিত্র৷
          ধর্ম নিয়ে লাফাই শুধু, বাস্তবে নয় কেউ খাঁটি!
           রুটির পিছে ধর্ম জুড়ে পোক্ত করি নিজ ঘাঁটি৷
          স্বার্থ দেখে সত্য বলি, ভোগের বড় ভক্ত!
সুযোগ পেলে চুষতে পারি আপন জাতির রক্ত৷
         আমরা হলাম মহান স্রষ্টার আজব রকম সৃষ্টি!
                  অবাক হয়ে গোটাবিশ্ব নিত্য রাখে দৃষ্টি৷

রচনাকাল— ১৪/০১/২০২২ খ্রিষ্টাব্দ৷