জাগো মুসলিম, বাজে দ্রিম দ্রিম,
যুদ্ধের দামামা;
শত্রুরা আজ, কেড়ে নিতে তাজ,
টানে ধরে আমামা!
তোলো তাকবির, সাজো মহাবীর,
ছেড়ে সব ছলনা;
আরব, আজম, মিলে নই কম,
সেজে আছি ললনা!
আর কতো কাল, এই হালচাল,
ধরার 'পরে রবে?
শত্রুরা মারে, দোষ দেবো কারে,
ভুলেছি দ্বীন সবে!
রচনাকাল— ১৩, ০৫, ২০২১ ঈসায়ী