ডাইনি সেজে
আশরাফুল ইসলাম
ওমা তোমার স্তনের দুধে, মরছি ভেসে,
দুধ নাকি মা বিষ ঢালো গো বঙ্গদেশে!
কণ্ঠে রাখো মধুর বাণী,
টানাও ছলে হাজার ঘানি,
তোমার মতের বাইরে গেলে ডাইনি সেজে—
আঘাত হানো ভীষণ তেজে;
জীবন প্রদীপ নিভাও মা গো, মুচকি হেসে!
মা তোমার ভেলকিবাজি
আশরাফুল ইসলাম
মা তোমার ভেলকিবাজি আমরা জানি
প্রাণ বাঁচাতে চুপসে থাকি,
আসবে সমন করবে জারি ডিক্রিধারী
চলবে না গো বাহাদুরি ৷
দেখবো সেদিন যমের সাথে কোমর বেঁধে
খেলাও কেমন রাখতে গদি,
হাসবো মা গো মনের মতো জিতলে তুমি
ঢোল বাজিয়ে করবো নাচন ৷
আমরা না হয় সয়েই গেলাম নিত্য আঘাত
নেই ভাবনা তুমি তো মা,
হাজার ভূতের বুদ্ধি মা গো তোমার মাথায়
মারবে মারো, তুমি বাঁচো ৷
রচনাকাল— ১৬, ০২, ২০২১ ঈসায়ী