সবাই যখন জীবন সজ্জাতে ব্যস্ত,
আমার সময় করেছি সাহিত্যে ন্যস্ত ৷
জ্ঞানের পরিধি বড়ই সামান্য ভাই,
বিরাট হবার প্রচেষ্টা কখনো নাই ৷
চেঁচিয়ে ঘুরাই নীতির লঙ্ঘন দেখে,
ক্ষোভটা মিটাই আবোল-তাবোল লেখে ৷
দিবস-রজনী মনের দহনে কাঁদি,
দুখের সাগর কলম-কালিতে বাঁধি ৷
ধর্মের বিধান লেখায় প্রকাশ করি,
আবাল জাতের ক্রোধের থাবায় পড়ি ৷
পশুর স্বভাব লুকিয়ে ওদের মনে,
বাহিরে দেখায় ন্যায়ের পথের রণে ৷
রচনাকাল—০৬|১২|২০২০