আমি লিখি কাব্য, লোকে বলে বড়ই অশ্রাব্য!
জীবনের বাস্তবতায় হারিয়ে ফেলেছি সততা ৷
নিয়ত স্বার্থের লিঙ্গ ধরে করে যাই টানাটানি,
দিন শেষে জমা হয় গ্লানি, হতভম্ব আর্তনাদ!
ভালোবাসারা ঠাঁই নেয় বারাঙ্গনার বিছানায়,
কুকর্মে অনুশোচনা, অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় ৷
ভুলি যাই আপন সত্তা আর অতীতের যাতনা,
সুখের সুরা হয়ে কণ্ঠনালি স্পর্শ করে লালা!
রচনাকাল— ১১/১২/২০২১ খ্রিষ্টাব্দ৷