চক্রাকারে ঘুরছো তুমি
গ্লানির বোঝা নিয়ে,
বক্র-হৃদে কাজ করেছো
নিজ খরচে গিয়ে!
আপাত্রে যে ঢেলেছো সব
ফল হলো না কিছু,
কিসের মোহে খাটলে তুমি
ছায়ার পিছু পিছু!
আপন মনে আঁধার পথে
হেঁটেছো খুব সুখে,
কালের বায়ু পাল্টে গেছে
পথ দিয়েছে রুখে৷
অধিক লোভে বিপদ আনে
আমরা সবে জানি,
পরের মালে ভাগ বসাতে
বাঙ্গালিরা জ্ঞানী!
অসৎ কাজে বন্ধু ছিলে
পেয়েছো তার জাযা,
তাই তো ভবে এমন দশা
কর্ম সম সাজা৷
রচনাকাল— ০৮/১১/২০২১ ইং