. তোমায় নিয়ে ভাবার মতো
সময় হাতে নেই,
ভণ্ড-লোকের সঙ্গ ছাড়ি
হোক না সেটা যেই৷
মিথ্যা কথায় বিরাট পটু
তোমায় চিনি খুব,
প্রতারণায় ভীষণ পাকা
সুযোগে দাও ডুব!
অন্ধকারে নিত্য হেঁটে—
ধোঁকায় সারো কাজ,
স্বার্থ পেলে ঈমান বেচো
আছে কিআর লাজ!
প্রভুর পথে হয় নি ফেরা
আমার মনে হয়,
দূর গিয়েছো, দূরেই থেকো
তোমায় করি ভয়৷
এই তো গেলো বছর দু'টি
ভুল পড়ে নি ছল!
লোভীর সাথে নেই পিরিতি
ভুগতে হবে ফল৷
রচনাকাল— ২১, ০৬, ২০২১ ঈসায়ী