বাস্তব জীবনের সম্মুখে দাঁড়িয়ে
                           আমি সৎ বলা খুব কষ্ট!
বিশ্বের দরবারে পরিচয় হারিয়ে
                         হয়ে আছি একেবারে নষ্ট৷

সত্যের পথে চলা— আজ সেটা
                               এইখানে ভাবা ভুল!
ধ্বংসের বাঁশি বাজে শোন বেটা
                             ঢেউ দিয়ে ভাঙে কূল৷

মিথ্যার দাপটে তো টিকা দায়
                  দেখে নাও মানুষের নানা রূপ !
শক্তির বাহাদুরী      যারা চায়
                পৃথিবীতে তারা শেষে থাকে চুপ৷

রচনাকাল— ২৫/০১/ ২০২২ খ্রিষ্টাব্দ৷