একুশে ফেব্রুয়ারি—
                   রক্তে ভেজা রাজপথ,
             মা'য়ের ভাষার দাবি;
                   প্রেয়সীর বুকে হাহাকার!
                   প্রিয়জন হারা ব্যথা৷

একুশে ফেব্রুয়ারি—
                 ভাষা আদায়ের শপথ,
             চেতনারা মূল চাবি,
                    বীজ বপন স্বাধীনতার;
            সকল সংগ্রামের নেতা৷

একুশে ফ্রেব্রুয়ারি—
                  অকাতরে প্রাণ দান,
              মাতৃভাষার সেবা,
                 অসুরের বুকে পদাঘাত;
                 অন্যায়ের প্রতিহত৷

একুশে ফেব্রুয়ারি—
                      মাতৃভাষার ত্রাণ,
                  বাঙালির উঁচানো হাত—
       নামাবে বলো কে বা?
                    প্রেরণা অবিরত৷
              
রচনাকাল— ২১/০২/২০২২ খ্রিষ্টাব্দ