একটি ফুলের কষ্ট,
শুনলে সবার মনটা হবে নষ্ট;
অকালে সে পড়লো ঝরে!
কেউ রাখে না খবর যে তার হৃদয়-ঘরে৷
বুকভরা সাধ নিয়ে ফুলটি ফুটেছিলো বাগে,
শেষ করেছে বিষম ঝড়ের রাগে৷
পারে নি সে ঘ্রাণ ছড়াতে বিশ্বলোকে,
তার বিরহে হাজার কলি কাঁদছে শোকে!
রাতের বেলার রূপালি-চাঁদ ভাবে—
ঝরা-ফুলের দেশে যাবে!
জগৎবাগে অনেক ফুল-ই অকালে যায় ঝরে,
তাদের কথা কারো কারো মনে পড়ে৷
ব্যস্ত সবাই জীবন নিয়ে—
তারই ফাঁকে অনেক খবর যায় হারিয়ে!
কেউ বা আবার ইচ্ছে করে এড়িয়ে যায়,
আকাশ থেকে মেঘের কণা করুণ চোখে চায়৷
রচনাকাল— ১১/১১/২০২১ ইং