সত্যের হে সঞ্চারিণী এ কী সঞ্চালন!
ভ্রষ্ট-বাছাধন তোমা' নষ্ট তার মন৷
ভ্রান্তির ছলনে মজে সত্যের হনন!
মসিতে আঞ্জাম দেয় ঈমান হরণ৷
কি তিথিতে জন্ম দিলে নিকৃষ্ট এ ছেলে?
মলের গন্ধ ছড়ায়, ধ্বংস ধরে মেলে!
ভদ্রের মুখোশ পরে নিষ্টখেল খেলে,
মিথ্যা বলে অহরহ তুচ্ছ লাভ পেলে৷
বিড়াল সে বাঘ হবে দেয় যে চিৎকার!
বিতাড়িত হলো শেষে মেনে নিয়ে হার৷
ভণ্ডের দালালি করে, বিরুদ্ধে স্রষ্টার!
স্বার্থের সাগরে ডুবে নিয়েছে আঁধার৷
জন্মধারিনী তোমার প্রসব অসার,
প্রমাণ চাও গো যদি দেবো আমি তার৷
বিপথে ধরেছে হাঁটা, ঘৃণ্য সমাচার;
জন্ম দিলে বাছা হায় ধর্মে দুরাচার৷
রচনাকাল— ০৫/০৯/১৯, রাত ০৪:১০
বড়ফেছি, জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট৷