তুমি কি তাহলে হারিয়েছো স্রোত নদী?
ঢেউ ঢেউ চুমু ভাঙেনাকো তাই পাড়
ভেসে যাবো ভেবে আসা এই অন্ধকারে
পিপাসা নিয়েই ফিরে যাই-রেখে দাড়।
হয়তো তুমিও জিতে গেলে কোনোখানে
বেঁচে গেলো খুব হিসাবের হালখাতা
বাজেটের ঘরে ক্যালকুলেটর মন
গণিতের গাছে হিসাবে হলুদ পাতা।
যারা বিবেচক- যারা সৎ ও সংসারী
তারা কেনে মেপে কাঁচা মরিচের ঝাল
আমি গাঁজাখোর হাটভাঙ্গা হাটুরিয়া
ঘরে ফিরি চুমে বয়েসী চাঁদের গাল।
মাতাল হরফে এঁকে দিয়ে যাই আমি
সাঁঝের উরুতে অবৈধ আলোর উল্কি
মর্নিং শিফ্টের ভিজিটিং প্রফেসর
বলে দেবে এই আলোআঁধারির ভুল কি।
সুখের শরীরে বারোয়ারী এঁটো ঘ্রাণ
আমি চুমে যাই বেদনার গোল নাভি
তুমি দেখাওনি ব্যালান্স সীটের ভাঁজ
আমিও চাইনি ব্যাংক-রিজার্ভের চাবি।
কারা বিচক্ষণ আর কারা বোকারাম
সে রায় দেওয়ার নেই কোনো হাইকোর্ট
জীবন যদি-বা হয়ে ওঠে ঊটপাখি
বালুতেই সুখ খুঁজে নেবে তার ঠোঁট।