দ্যাখো,--দহনের কাছে ফিরে এসেছি দুপায়ে,
আল্লার কসম, আর কেন্দ্রচ্যুতি নয়!
ও পরামর্শ, ও প্রেসক্রিপশান,
তোমার এখন বাজেয়াপ্ত গণতন্ত্র
তোমরা এখন বাতিল সংবিধান
যাও--মাকড়ের জাল গায়ে
শীতল আর্কাইভে ঘুমিয়ে থাকো! কেউ জাগাবে না।
দ্যাখো না--- বিশটা বছর শুধু শুধু কীভাবে
বালুতে জল হয়ে গড়ালো!
অতএব আর নয় ছাদ ও ছাতার মাতবরী।
বৃষ্টির ব্যর্থতা গেল
এবার বৃক্ষের ঠোঁটে চেখে দেখা-
বোশেখি ঝড়ের ঝাঁকুনি,-- ফাল্গুনী রোদের রচনা।
ও পড়শিজানালা, চোখে তুলে চেয়ে দেখুন-
পড়ে আছে ক্যালকুলেটর-
কৌটিল্যের সাম্প্রতিক সংস্করণ
এখন অচল,--ব্যাটারিবিহীন
ব্যাটারি লাগিয়েও কাজ হবে না
অতএব নিষেধাজ্ঞা শেষ; নিষেধ উধাও!
এখন আনন্দের মোড়কে বেদনার নিকোটিন
সকালে টানি
দুপরে টানি
রাত হলে তো কথাই নেই
সবটুকু নেশা নিয়ে টানি
সবটুকু দম দিয়ে টানি
হৃদয় পোড়ার গন্ধ নিয়ে নোনতা গন্ধে ও স্বাদে
ধোঁয়া ওড়ে
ভষ্ম জমে
ছাইদানিটা ভরে ওঠে ছাইয়ে
আর বোটাটা ফেলার আগে
আড়ালে থাকা একজিমায়
টিপে ধরি একবার : আহা দহন! আহা রে সুখ!
হার্ট স্পেশালিস্ট খান,---ইচ্ছার বিরুদ্ধে কতকিছুইতো
খাওয়াছেন আপনি,
একবার টেনে দেখবেন---ট্রেডমার্কহীন এই সিগারেট!